Dalit Samhati

পিরোজপুরের নেছারাবাদে প্রতিমা ভাংচুর

সংহতি ডেস্ক :
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ৬ নং দৈহারী ইউনিয়নের হিন্দু অধ্যুষিত কৈয়ারখান গ্রামের প্রায় ২০০ শত বছরের পুরনো বারোয়ারি শ্রীশ্রী শীতলা মন্দিরের কালী, শীতলা, মনসা, ঠাকুরজি দেবির প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার (২৭ আগস্ট) রাতে বিজিপ ভূষন মিস্ত্রি নামের এক ব্যক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়র করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ২৬ আগস্ট গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার কৈয়ারখাল গ্রামের মন্দিরের শীতলা, কালী, মনসা ও ঠাকুরঝি প্রতিমা ভেঙে ফেলে।
নেছারাবাদ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।
এই ঘটনায় শ্রীশ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয়েছে।

সর্বশেষ