Dalit Samhati

রূপসার শিয়ালীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে স্বজন সাংবাদিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংহতি ডেস্ক: খুলনার রূপসা উপজেলার শিয়ালীতে হিন্দু মন্দির, ঘরবাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্বজন সাংবাদিক ফোরামের অংশগ্রহণে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে স্বজন সাংবাদিক ফোরামের উপদেষ্টা মল্লিক সুধাংশু, সদস্য সচিব সুনীল দাস, সদস্য কানাই মন্ডল, তৃপ্তিরঞ্জন সেন, নীশিত রঞ্জন মিস্ত্রি, সুব্রত কুমার ফৌজদার, দেবব্রত রায়, ইন্দ্রজিত টিকাদার, পরিতোষ রায়, বিধান কুমার বিশ্বাস, দেবাশীষ রায়, পলাশ কুমার দত্ত, দীলিপ বর্মন, মুকুল কুমার রায়, সাগর সরকার, তুফান গাইন, উত্তম সরকার, উজ্জ্বল রায়, রাজু সাহা বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতৃবৃন্দ রূপসার শিয়ালীর ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের খুজে বের করে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতন ধর্মালম্বীরা হরিনাম সংকীর্তন করতে করতে মসজিদের সামনে দিয়ে যাওয়াকে কেন্দ্র করে গত ৭আগষ্ট দুস্কৃতকারীরা দুই দফা হামলা করে শিয়ালী গ্রামের ৫টি মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের ১০টি ঘরবাড়ি এবং দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১৩জনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ