Dalit Samhati

September 11, 2021

ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি দাবি : সন্তান কোলে নিয়ে রাজপথে স্ত্রী

সংহতি ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ মাস ২৪ দিন ধরে কারাগারে থাকা শাল্লার নোয়াগাঁওয়ের বাসিন্দা ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাস বলেছেন, ‘শুধু জামিন নয়, আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই।’ গতকাল শুক্রবার ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ কর্মসূচিতে এ দাবি করেন তিনি। সুইটি আরো বলেন, যারা হামলা-লুটপাট করেছে তাদের জামিন হয়ে গেছে। অথচ

সম্পূর্ণ »