Dalit Samhati

শেরপুরে আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সংহতি ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। সোমবার (২৩ আগস্ট ২০২১) দুপুরে বাগাছাস শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগাছাস’র কেন্দ্রীয় সভাপতি লিংকন দিপ্রা, আদিবাসী নেত্রী কেয়া নকরেক, জীবন ম্রং, কাঞ্চন মারাক প্রমুখ। ওইসময় বাগাছাস’র শ্রীবরদী ও নালিতাবাড়ী শাখার নেতৃবৃন্দসহ জেলার অন্যান্য আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রোহিঙ্গাদের আশ্রয় হয়, ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প হয়। কিন্তু আমরা আদিবাসীরা যুগ যুগ ধরে পাহাড়ে জঙ্গলে বাস করে আসছি, আমাদের স্থায়ী আবাসন হয় না। আমাদের ঘরবাড়ি, ফসলের কোন নিরাপত্তা নেই। দুষ্কৃতকারীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, ফসল কেটে নেয়। আমরা নিরাপত্তাহীন। বাগাছাস’র কেন্দ্রীয় সভাপতি লিংকন দিপ্রা শ্রীবরদীর ক্ষতিগ্রস্ত ৫টি গারো পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে বাগাছাস নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বিষয়টি নিয়ে বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে কি করা যায় সেটি দেখবেন বলে জানান।
উল্লেখ্য, গত ১২ আগস্ট বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে বনের সম্পত্তি দখলের অভিযোগে বালিজুড়ি রেঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ৫ আদিবাসীর চাষকৃত ফলজ ও সবজি বাগান কেটে দেয়।

সর্বশেষ