সংহতি ডেস্ক: খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু মন্দির, ঘরবাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা-সুনাম কমিটির অংশগ্রহণে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুনাম জেলা কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক এসএম সোহেল ইসহাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জগন্নাথ কর্মকার, কার্যকারী সদস্য নয়ন পাল, অ্যাড. মুনিবুর রহমান, হিউম্যানিটি ওয়াচ-এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, শারি’র প্রকল্প সমন্বয়কারী বিনয় কৃষ্ণ রানা, অ্যাডভোকেসী কর্মকর্তা শিবানী গাইন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নেতৃবৃন্দ রুপসার শিয়ালীর ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবী জানান।