সংহতি ডেস্ক:
খুলনার রূপসা উপজেলার শিয়ালীতে হিন্দু মন্দির, ঘরবাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোটের খুলনা জেলা কমিটির সভাপতি কৃষ্ণ কুমার নন্দী, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার কুন্ডু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শুভ্র বিশ্বাস, নির্বাহী সম্পাদক এ্যাড. রামকৃষ্ণ বিশ্বাস, এ্যাড. সমর চন্দ্র মন্ডল, এ্যাড. অসিত বরন রায়, অশোক গোলদার, এ্যাড. বিধান চন্দ্র সানা, সজল দাস, মিন্টু কুন্ডু, কৌশিক পাল, তাপস রায়, পলাশ সাহা, গোষ্ট রায়, সঞ্জয় দাস, উৎপল ঘোষ, তাপস বিশ্বাস, অসিত দে বাবলু, শংকর দে, গোপী রায়, তাপস চক্রবর্তী, অনুকুল মল্লিক, নিলয় সাহা, এ্যাড. অমীম কুমার বৈদ্য, এ্যাড. মনিশংকর নাগ, এ্যাড. কমলেশ সানা, মলয় গাইন, সৌমেন মালাকার, চিন্ময় মল্লিক, গনেশ শীল, এ্যাড. দিপংকর রায়, মুরারী মোহন প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শিয়ালীতে মন্দির, ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন ও মন্দির পুননির্মান করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এছাড়া শিয়ালীর ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতন ধর্মালম্বীরা হরিনাম সংকীর্তন করতে করতে মসজিদের সামনে দিয়ে যাওয়াকে কেন্দ্র করে গত ৭আগষ্ট দুস্কৃতকারীরা দুই দফা হামলা করে শিয়ালী গ্রামের ৫টি মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের ১০টি ঘরবাড়ি এবং দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও র্যাব ইতিমধ্যেই ১৩জনকে গ্রেফতার করেছে।