Dalit Samhati

রাতের আঁধারে কেটে ফেলা হলো পানজুম, নিঃস্ব পাঁচ খাসি পরিবার

সংহতি ডেস্ক:
আবারও রাতের আঁধারে কেটে ফেলা হলো খাসি সম্প্রদায়ের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ। এক হাজার ৮০০ পানগাছ হারিয়ে এখন নিঃস্ব পাঁচটি খাসি পরিবার।
বুধবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়ার খাসিপঞ্জিতে এ ঘটনা ঘটে। সামাজিক বনায়নের নামে কথিত উপকারভোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে খাসিদের অভিযোগ। এতে তাদের ১৮ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।
ওই ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরী তালাং আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে- সামাজিক বনায়ন নিয়ে উপকারভোগী কর্মধার বাসিন্দা রফিক মিয়া, বশির মিয়া, হারিছ আলী, হারুন মিয়া, ইসরাইল আলীসহ আরও কয়েকজনের সঙ্গে স্থানীয় ডুলুছড়া পুঞ্জির খাসিদের বিরোধ চলছিল। এর জেরে বুধবার গভীর রাতে বেলুয়া পুঞ্জির পাঁচ বাসিন্দার ২৫ একর জমির পানজুমের দুই হাজার ৮০০ গাছ কেটে ফেলা হয়। পানজুম হারিয়ে এখন নিঃশ্ব এ পাঁচ পরিবার।
এর আগেও কাকড়া ছড়া, নুন ছড়া, সাহেব টিলা, ইছলা ছড়াসহ বিভিন্ন পুঞ্জির পান গাছ কেটে খাসিদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে ফেলা দেওয়া হয়েছিল। পাহাড়ী পুঞ্জিগুলো উপজেলা সদর থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরে গভীর অরণ্যে। বনবিভাগ সামাজিক বনায়নের নামে এসব ভূমি কথিত উপকারভোগীদের বণ্টন করে দিলে পাহাড়ে বসবাসরত খাসি জনগোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধ বাধে। এ নিয়ে উভয়পক্ষই থানা ও আদালতে বিভিন্ন সময় একাধিক মামলা করলেও বিরোধের মীমাংসা হয়নি।

সর্বশেষ