Dalit Samhati

খুলনায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিডিইআরএম এর মানববন্ধন

সংহতি ডেস্ক: খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘু দলিতদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে খুলনা জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি (বিডিইআরএম) এর আয়োজনে বুধবার (১১ আগষ্ট) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অতিদ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি করেছেন।
৭ আগষ্ট সন্ধ্যায় সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে মন্দির প্রতিমা ভাংচুর, শ্লীলতাহানী দোকান লুটপাট, গোবাদী পশু, শতাধিক ঘরবাড়ি ভাংচুর সহ ক্ষতিগ্রস্ত দলিত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দাবি করেন। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটির খুলনা জেলা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভুতোষ রায়, আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বিডিইআরএম এর কয়রা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক নিশিত রঞ্জন মিস্ত্রী, দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক কানাই মন্ডল, বটিয়াঘাটা উপজেলার জয়দেব দাস,পরিনিতা দাশ, দীপা দাশ, অভি দাশ, জয়ন্ত দাশ প্রমুখ। রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন মৃদুল বিশ্বাস, বিনোদন হালদার, বিপুল মল্লিক সহ অনেকে।

সর্বশেষ